নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১৮ ফেব্রুয়ারি৷৷ গন্ডাছড়া সিডিপিও অফিসে অনির্দিষ্ট কালের জন্য তালা৷ জানা যায় গতকাল একদল দুষৃকতিকারি গন্ডাছড়া সিডিপিও অফিসে হামলা চালায়৷ এতে অফিসের আসবাব পত্র, অফিস রুমের কাচের জানালা ভেঙ্গে ঘুমিয়ে দেয়৷
এমনকি দুষৃকতিকারিরা গন্ডাছড়া ভারপ্রাপ্ত সিডিপিও মঙ্গল রাংঙ্কল সহ এক সুপারভাইজারকে প্রচন্ড ভাবে মারধর করে৷ এই ঘটনায় সিডিপিও অফিসের কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়৷ সিডিপিও অফিস থেকে গন্ডাছড়া থানায় এই বিষয়ে একটি মামলাও করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত করছে৷ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি৷
অফিসে দুষৃকতি কারিদের হামলার প্রতিবাদে অফিস কর্তৃপক্ষ আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য তালা ঝুলিয়ে দেয়৷ সিডিপিও অফিস মারফত জানা গেছে যতক্ষণ না পর্যন্ত তার একটা সুষ্ঠ তদন্ত না হবে ততদিন পর্যন্ত অফিস বন্ধ থাকবে৷

