জাম্বুরায় ছাত্রছাত্রীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৮ ফেব্রুয়ারি৷৷ খোয়াই জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল সুকলে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা নেই, পাণীয় জলের সমস্যা, টয়লেটের অভাব, ব্যাঞ্চের অভাব, বিদ্যালয় পরিচালন কমিটির পরিবর্তন করে শিক্ষিত এবং ভদ্র ব্যাক্তিদের নিয়ে নতুন কমিটি গঠন করা এবং সুকলে পঠন-পাঠনের কাজ সকাল ৮টার পরিবর্তে ১০টা থেকে শুরু করার মতো গুরুত্বপূর্ণ দাবী৷

স্থানীয় ছাত্রছাত্রীরা গ্রামীণ এলাকায় বসবাস করার সুবাদে সকাল ৮টা থেকে ক্লাস করা তাদের জন্য প্রচন্ড অসুবিধার সৃষ্টি করছে৷ সঠিক সময়ে পঠন-পাঠন কিংবা শৌচকার্য সম্পাদন করা, স্নান ও খাওয়া-দাওয়ার ভীষন সমস্যায় পড়তে হচ্ছে৷ তাছাড়া মিড-ডে-মিলে ভারি খাবারের ব্যবস্থা না থাকায় আরও সমস্যা হচ্ছে গ্রামীণ এলাকার এই শিক্ষার্থীদের৷ আর এই দাবীগুলি পুরন করার লক্ষ্যে সুকলের ছাত্র-ছাত্রীরা আন্দোলন শুরু করতেই বহিরাগত কিছু দুর্বৃত্তদের সরাসরি হুমকির মুখে পড়তে হলো সুকলের কোমলমতি শিক্ষার্থীদের৷ শুধু তাই নয়, আন্দোলন বন্ধ না করলে ছাত্র-ছাত্রীদের বাড়ী-ঘর পুড়িয়ে দেবার মতো হুমকিও শুনতে হয়৷ এমনটাই অভিযোগ খোয়াই জাম্বুরা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের৷

ক্লাসের সময়সূচি পরিবর্তন ও মিড-ডে-মিলের দাবী তোলায় বহিরাগতদের হুমকির মুখে পড়া, এহেন ঘটনাকে কোনোভাবেই মেনে নিতে পারছেননা অভিভাবকরা৷ একদিকে রাজ্য সরকার তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর যেভাবে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে এবং বিদ্যালয়গুলোকে ঢেলে সাজানোর জন্য নতুন নতুন উদ্যোগ গ্রহন করে চলছে সেখানে খোয়াই মহকুমার একটি স্বনামধন্য বিদ্যালয়ে এধরনের ঘটনায় রীতিমতো মহকুমাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ গোটা ঘটনায় শিক্ষাদপ্তর এবং স্থানীয় প্রশাসনের তৎপর পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে খোয়াইয়ের আপামর জনসাধারন৷