নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিল এক যুবক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলং শীল পাড়া এলাকায়৷ মৃত যুবকের নাম প্রসেনজিৎ গিরি (২৬)৷ কি কারনে এই আত্মহত্যা তা জানতে তদন্তে নেমেছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷
ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন করইলং শীল পাড়া এলাকার বাসিন্দা রবীন্দ্র গিরির ২৬ বছর বয়সী যুবক প্রসেনজিৎ গিরি বাড়ির সকলের অলক্ষ্যে নিজ ঘরে রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়৷ জানা যায়, প্রসেনজিতের বাবা কর্মসূত্রে আগরতলায় থাকেন এবং তার মা কোন এক কারনে পার্শবর্তী বাড়িতে গিয়েছিল৷
আর নির্জনতার সুযোগকে কাজে লাগিয়েই সে গলায় ফাঁস লাগায়৷ প্রসেনজিতের মা বাড়িতে এসে তাকে ডাকাডাকি করলে কোন সাড়া পায়নি৷ ফলে চিৎকার চেচামেচি শুরু করে৷ প্রসেনজিতের মায়ের চিৎকারে পার্শবর্তী বাড়ির লোকজন ছুটে আসে এবং প্রসেনজিতের ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখতে পায় প্রসেনজিৎ ফাঁসির দড়িতে ঝুলছে৷
পরে ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রসেনজিতের মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে৷ সোমবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে৷ তবে প্রসেনজিতের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

