ঠিকেদারী কাজ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত পাঁচজন, তীব্র উত্তেজনা কুমারঘাটে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ কুমারঘাট এর জেকোবিন ক্লাব সংলগ্ণ এলাকায় শনিবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতদের প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷


সংবাদ সূত্রে জানা গেছে কুমারঘাট থেকে এক ঠিকাদারকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনার জের ধরেই এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার রাতে তাকে গাড়িতে বসে আড্ডা দিচ্ছিল কয়েকজন যুবক৷ জেকোবিন ক্লাব সংলগ্ণ এলাকায় গাড়িতে বসে আড্ডারত যুবকদের উপর হামলা চালায়৷ তাতে তিনজন গুরুতর ভাবে আহত হয়৷ আহতরা হলো সমীর দেব, গৌতম ঘোষ এবং সঞ্জিব দেবনাথ৷হামলার ঘটনার খবর পেয়ে সংস্কারপন্থীরা ছুটে এসে পাল্টা হামলা চালায় তাতে আরও দু’জন গুরুতরভাবে আহত হয়৷


ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহতদের উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে তারা কুমারঘাট হাসপাতালে চিকিৎসাধীন৷ এদিকে ঘটনার খবর পেয়ে কুমারঘাট থানার পুলিশ ছুটে আসে৷ পরিশেষে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷


স্থানীয় সূত্রে জানা গেছে ঠিকাদারি কাজ সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদের জের ধরেই এই হামলা ও পাল্টা হামলার ঘটনা সংঘটিত হয়েছে৷ফের চাকমা সময় এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে বলেও জানা গেছে৷পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ টহল দিচ্ছে৷ পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে কুমারঘাট সহ পার্শবর্তী এলাকা গুলিতে সাধারণ মানুষ জন আতঙ্কে রয়েছেন৷এলাকায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য পুলিশকে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷