পাটনা, ১০ ফেব্রুয়ারি (হি.স.): বিহারের মন্ত্রী হিসেবে মঙ্গলবারই শপথ নিয়েছিলেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন, শপথগ্রহণের পরবর্তী দিন বুধবার বিহারের শিল্প মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করলেন শাহনওয়াজ। এদিন শিল্প মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করার পর শাহনওয়াজ জানিয়েছেন, বিহারে শিল্পায়নের ভীষণ প্রয়োজন। রাজ্যের মধ্যেই রাজ্যবাসীর কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের লক্ষ্য।
বিহারের শিল্প মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর শাহনওয়াজকে প্রশ্ন করা হয়, কী কী চ্যালেঞ্জ রয়েছে তাঁর সামনে। উত্তরে বিহারের সদ্য দায়িত্ব নেওয়া শিল্প মন্ত্রী জানান, “বিহারে শিল্পায়নের ভীষণ প্রয়োজন। রাজ্যের মধ্যেই রাজ্যবাসীর কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের লক্ষ্য। কৃষিভিত্তিক শিল্প এবং দক্ষ কর্মীরা এখানে রয়েছেন, তাহলে বাইরে কেন ফ্যাক্টরি তৈরি হবে।” শাহনওয়াজ ছাড়াও মঙ্গলবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন আরও ১৬ জন।

