৬২ বেড়ে পাকিস্তানে মৃত্যু ১২,১২৮, করোনা-মুক্ত ৫.১৪ লক্ষের বেশি

ইসলামাবাদ, ১০ ফেব্রুয়ারি (হি.স.): খুব বেশি না-হলেও, পাকিস্তানে প্রতিদিনই বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে মৃত্যুমিছিলও অব্যাহত। পাকিস্তানের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সারাদিনে পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,০৭২ জন, এই সময়ে পাকিস্তানে মৃত্যু হয়েছে ৬২ জনের। ফলে পাকিস্তানে এযাবৎ করোনা কেড়ে নিয়েছে ১২,১২৮ জনের প্রাণ এবং মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৫৭ হাজার ৫৯১ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৫ লক্ষ ১৪ হাজার ৯৫১ জন।

বুধবার সকালে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,০৭২ জন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের। সবমিলিয়ে পাকিস্তানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫,৫৭,৫৯১। পাকিস্তানে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩০,৫১২। এযাবৎ পাকিস্তানে সুস্থ হয়েছেন ৫,১৪,৯৫১ জন। পাকিস্তানে পজিটিভিটি রেট ৩.৩ শতাংশ।