নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ ফেব্রুয়ারি৷৷ তিন মাস পূর্বে যান দুর্ঘটনায় আহত হয়ে কোমায় থাকার পর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ চড়িলাম ব্লকের দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গৌতম দেবনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ ১২ নভেম্বর ২০২০ সালে বিশালগড় থানাদিন বড়ডেপা এলাকায় অটোর সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন প্রাক্তন গ্রামপ্রধানের মা জ্যোৎস্না দেবনাথ৷ আহত হয়েছিলেন আরো কয়েকজন৷ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেও বহিঃ রাজ্যে চিকিৎসাদীন ছিলো প্রাক্তন গ্রাম প্রধান গৌতম দেবনাথ৷
উনাকে দুর্ঘটনা পরেই নিয়ে যাওয়া হয়েছিল জিবি হাসপাতালে৷ জিবিপি থেকে আই এল এস হাসপাতলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায়৷ কলকাতা সাতদিন চিকিৎসা করার পর পাঠিয়ে দেওয়া হয় জিবিপি হাসপাতালে৷ প্রাক্তন গ্রামপ্রধান গৌতম দেবনাথ এর স্মৃতিশক্তি হারিয়ে ফেলে৷ জিবি থেকে বাড়িতে নিয়ে আসতে হয়েছিল আর কোনো চিকিৎসা ছিল না গৌতম দেবনাথ এর৷ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন গ্রাম প্রধান গৌতম দেবনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণ চড়িলাম মধ্যপাড়াস্থিত নিজ বাড়িতে৷ তিন মাস আগেই অটো দুর্ঘটনায় মাকে হারিয়েছিলেন আজ এক কন্যা সন্তান এবং স্ত্রীকে রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন৷

