আগরতলা, ১০ই ফেব্রুয়ারী : গত মঙ্গলবার রাতে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই ভুয়ো সাংবাদিককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ক্লাবের সম্পাদক প্রণব সরকার এক বিবৃতিতে জানিয়েছেন, উদ্যোগ টিভি নাম দিয়ে গোর্খাবাস্তি এলাকায় দীর্ঘদিন ধরে কানাই লাল আচার্য নামে এক যুবক ও তার সাগরেদরা একটি ইউটিউব চ্যানেল খুলে সমাজের বিভিন্ন স্তরের লোকেদের বিরুদ্ধে ভুয়ো খবর দেখিয়ে তোল্লাবাজি করে আসছিলো। গত কিছুদিন ধরে তাদের নজর পরে আগরতলা শহরের প্রতিষ্টিত কয়েকজন ডাক্তারের উপর। ডঃ সঞ্জয় নাথ, প্যাথলজিস্ট, ডঃ সংগীতা চক্রবর্তী, ডিষ্ট্রিক্ট হেলথ অফিসার পশ্চিম ত্রিপুরা জেলা ও ডঃ অমিতাভ রায়, গেস্ট্রোএনটোলজিস্ট এই তিনজনকে গত কয়েকদিন ধরে এই চক্রটি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে খবর করার হুমকি দিয়ে নগদ টাকা চাইছিলো। এমনকি ডঃ অমিতাভ রায় এর ক্লিনিকে গিয়ে ক্লিনিকের বৈধ কাগজ নেই দাবী করে এক লক্ষ টাকা চায়। অবশেষে সাংবাদিক নামধারী প্রতারকদের হাত থেকে নিস্তার পেতে ডাক্তার বাবুরা আগরতলা প্রেস ক্লাবের শরণাপন্ন হন।
তিনি আরও জানিয়েছেন, প্রতারকদের মঙ্গলবার রাতে ক্লাবে ডাকা হয়েছিল। তারা উপস্থিত হলে ক্লাব কর্তৃপক্ষ অভিযোগকারীদের ক্লাবে ডাকেন ও পশ্চিম থানার পুলিশকে খবর দেন। পুলিশের সামনে অভিযোগকারীরা সমস্ত তথ্য প্রমান তুলে ধরেন ও প্রতারকদের বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করেন। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমানের ভিত্তিতে পুলিশ সাংবাদিক নামধারী দুই প্রতারক কানাই লাল আচার্য ও রাহুল ভট্টাচার্য-কে গ্রেপ্তার করে পশ্চিম থানায় নিয়ে যায়।
প্রণব বাবু বলেন, আগরতলা প্রেস ক্লাবের গোচরে এসেছে যে আগরতলায় বেশ কিছু ইউটিউব চ্যানেল নিজেদেরকে সংবাদ মাধ্যম বলে পরিচয় দিয়ে বিভিন্ন কুকর্মের সাথে লিপ্ত রয়েছে। আগরতলা প্রেস ক্লাব তাদেরকে সংবাদমাধ্যম বলে পরিচয় দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করছে নয়ত তাদের বিরুদ্ধে যথাযত আইনি ব্যবস্থা নেবে ক্লাব কতৃপক্ষ।

