টাকারজলায় ধৃত তিন জঙ্গী দুই দিনের পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ ফেব্রুয়ারি৷৷ টাকারজলা থানার পুলিশের হাতে ধৃত তিন জঙ্গি সহযোগীকে সোমবার বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়৷ আদালতের কাছে চার দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলেও বিচারক ধৃতদের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে৷ তাদের বিশালগড় থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ৷


রবিবার দুপুরে মধ্য ঘনিয়ামারা এলাকা থেকে তিন জঙ্গি সহযোগীকে আটক করেছিল টাকারজলা থানার পুলিশ৷ ধৃতরা হলেন রণ দেববর্মা ( ৪২) বাড়ি মনাইছড়া, খোয়াই৷ রথীন্দ্র দেববর্মা(৪৮) ওরফে সন্যাসী, বাড়ি আনন্দবাজার, দশদা কাঞ্চনপুর এবং প্রসেনজিৎ দেববর্মা (৩৯) ওরফে আর্মি, বাড়ি পদ্মবিল, খোয়াই৷ এই প্রসেনজিৎ একসময় আর্মিতে চাকরি করতো৷ কিন্তু চাকরি ছেড়ে চলে এসে জঙ্গি দলে নাম লেখায়৷

তারা বর্তমানে জঙ্গি দলের হয়ে এডিসি এলাকায় চাঁদা সংগ্রহের কাজ করছে৷ বিষয়টি পুলিশের গোচরে আসামাত্রই শুরু হয় অভিযান৷ রবিবার টাকারজলা থানার ওসি অজয় দেববর্মা বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর নিয়ে মধ্য ঘনিয়ামারা সড়কে তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার করে৷ আইপিসি ১২০ বি, ৩৮৪, ৫০৬ ধারা এবং ইউএলএ ১০/১৩ ধারায় মামলা গ্রহণ করা হয়েছে৷ ধৃত তিন জঙ্গি সহযোগীর বিরুদ্ধে৷


যথারীতি সোমবার তাদের বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়৷ আদালতের আদেশ অনুযায়ী দুই দিনের পুলিশ রিমান্ডে থাকাকালীন তাদের টানা জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ৷ জঙ্গি গতিবিধির ওপর নজর রাখছে পুলিশ প্রশাসন৷ স্থানীয় স্তরে যেসকল সহযোগীরা রয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷