BRAKING NEWS

রিখটার স্কেলে ৬.৩ মাত্রায় জোরালো ভূমিকম্প ফিলিপাইন্সে

মানিলা, ৭ ফেব্রুয়ারি (হি. স.) : রিখটার স্কেলে  ৬.৩ মাত্রায় ভূমিকম্প আঘাত হানল ফিলিপাইন্সে । রবিবার ভোরে সে দেশের দক্ষিণাংশে দাভাও ডেল সুর প্রদেশে এই কম্পন আঘাত হেনেছে। ভয়াবহ ক্ষতির আশঙ্কা প্রকাশের সঙ্গে সঙ্গে আফটার শক-হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সে দেশের সিসমোলজি সংস্থা।

জার্মানি রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স প্রাথমিক ভাবে জানিয়েছিল, ৬ থেকে ১০ কিমি মাটির গভীরে এই কম্পন আঘাত হানে। তবে ফিলিপাইন ইনস্টিফাইল ছবি  অ্যান্ড সিজমোলজি জানিয়েছে, মাটির ১৫ কিমি গভীরে আঘাত হানে এই কম্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *