ব্রু শরণার্থী শিবিরের ১১ জন নাবালিকা উদ্ধার আগরতলায় পুলিশের জালে আটক দালাল

আগরতলা, ৩ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ কাজের সন্ধানে আগরতলায় এসে পুলিশ ও চাইল্ড লাইনের কর্মীদের হাতে ধরা পড়েছে ১১ নাবালিকা৷ তারা সকলেই কাঞ্চনপুর ব্রু শরণার্থী শিবিরের বাসিন্দা৷ এক ব্যক্তি তাদের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আগরতলায় এনেছিলেন৷ পুলিশ তাকেও আটক করেছে৷ ইতিমধ্যে তিন নাবালিকাকে কাজের জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ তাদের মধ্যে দুজনকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে৷


চাইল্ড লাইনের কাউন্সিলর অলিভিয়া নাহা বলেন, আজ চন্দ্রপুর আইএসবিটি-তে কয়েকজন নাবালিকাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনগণ আমাদের খবর দেন৷ তাঁরা পূর্ব আগরতলা থানায়ও খবর দিয়েছিলেন৷ সেই খবরের ভিত্তিতে আইএসবিটি-তে গিয়ে ১১ জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে৷ তাদের এখন আশ্রয় কেন্দ্রে রাখা হবে৷ একইসাথে তাদের অভিভাবকদের সাথেও যোগাযোগ করা হবে৷

চাইল্ড লাইনের সদস্যা সংগীতা বারুরি বলেন, কাঞ্চনপুর ব্রু শরণার্থী শিবিরের বাসিন্দা ১০ জন নাবালিকাকে উদ্ধারের পর তাদের জিজ্ঞাসাবাদ চলছে৷ তাদেরকে আগরতলায় এনেছেন যিনি সেই ব্যক্তিকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে৷ তিনি বলেন, একজন মান্দাই এবং দুজন নন্দননগরে কাজে লাগানো হয়েছে৷ তাদের মধ্যে মান্দাইয়ের নাবালিকাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি৷৷ তার দাবি, তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *