নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ অবশেষে উত্তর ত্রিপুরার সদর ধর্মনগরের জেলা কারাগারে পাঠানো হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার নেশার ট্যাবলেট ইয়াবা সহ গ্রেফতার পাথারকান্দির ড্রাগস পাচারকারী রুফুল আহমেদকে৷
প্রাপ্ত খবরে প্রকাশ, গতকাল উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে চুরাইবাড়ি থানার পুলিশ বাহিনী প্রেমতলা বাজার সংলগ্ণ উত্তর ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়েছিল৷ ওই অভিযানে প্রায় পনেরো লক্ষ টাকা মূল্যের তিন হাজার ইয়াবা ট্যারবলেট সহ এক নেশাদ্রব্য পাচারকারীকে আটক করা হয়৷ ধর্মনগর থানার ওসি জয়ন্ত দাস এই খবর দিয়ে জানান, ধৃত নেশা কারবারি বছর ২৫-এর রুফুল আহমেদের বাড়ি পাথারকান্দি (অসমের করিমগঞ্জ জেলা) থানার অন্তর্গত টিলাবাড়ি গ্রামে৷ তার বাবার নাম ময়নুল হক৷
ওসি জানান, জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে ধৃত রুফুল আহমেদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে৷ আজ তাকে ধর্মনগরের সিজিএম আদালতে পেশ করা হয়েছিল৷ আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে৷ ওসি জয়ন্তবাবু আরও জানান, পুলিশের জেরায় ধৃত রুফুল ড্রাগস করবারের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম বলেছে৷ তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশে অপারগতার কথা জানান তিনি৷

