নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ ১০,৩২৩ শিক্ষক- শিক্ষিকাদের সংগঠনের নেতা প্রণব দেব জানান, এই আন্দোলন থেমে থাকবে না৷ আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে আবারও পুলিশের কাছে ১ ফেব্রুয়ারি থেকে গনবস্থানের অনুমোদন চাওয়া হয়েছে৷ আর যদি অনুমোদন না দেওয়া হয় তাহলে শিক্ষক-শিক্ষিকারা হাইকোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তিনি৷
সেদিনের আন্দোলন ছিল শুধু শিক্ষক-শিক্ষিকাদের৷ তবে পুলিশের পোশাক পরানোর নেম প্লেট ছাড়া কিছু সমাজদ্রোহী শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে ঢিল ছুড়ে পরিস্থিতি উত্তপ্ত করেছিল বলে জানান জে এম সি কমল দেব৷ আন্দোলন অব্যাহত থাকবে৷ আন্দোলন থেকে এক ইঞ্চি সরবেনা শিক্ষক-শিক্ষিকারা৷ তাই আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্যারাডাইস চৌমুহনীতে পুনরায় গনবস্থান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি৷
এদিকে, সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশ সাংবাদিক সম্মেলন করে জানান ১০৩২৩ এর আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ভুল ব্যাখ্যা করেছেন৷ শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে একটা তথ্য বাদে বাকি সবটা মিথ্যা তথ্য তুলে ধরেন তিনি৷ সত্য তথ্যটা হলো সেদিন শিক্ষকরা আন্দোলন কোনরকম অস্থির পরিস্থিতির সৃষ্টি করেনি৷ বাকী সমস্ত তথ্য ছিল উনার সম্পূর্ণ মিথ্যা৷ শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল শিক্ষক-শিক্ষিকাদের৷ কারণ শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর সাথে সেদিন কথা বলতে গিয়েছিলেন৷ কিন্তু তাদের উপর আক্রমণ চালানো হয়েছে৷ গৌতম দাশ আরও জানান, এ ধরনের গণতান্ত্রিক আন্দোলনে পাশে আছে বিরোধী দলনেতা মানিক সরকার এবং বিরোধীদল সিপিএমের রাজ্য নেতৃত্ব৷