নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি. স.): পূর্বনির্ধারিত সূচি মেনে কৃষক সংগঠনগুলির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বৈঠক চলাকালীন মধ্যাহ্নভোজের সময় কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে একসাথে খেলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং রেলমন্ত্রী।
খাবারের আয়োজন কৃষকরা নিজেরাই করেছিল। এদিনের দিল্লির বিজ্ঞান ভবনের বৈঠকে ৪০টি কৃষক সংগঠনের নেতারা যোগ দিয়েছিল। কেন্দ্রের তরফে আশা প্রকাশ করা হয়েছে এই বৈঠক থেকে সমাধান সূত্র বেরিয়ে আসবে। মধ্যাহ্নভোজের সময় দিল্লি শিখ গুরুদ্বার কমিটির কৃষকদের জন্য খাবার পাঠায়। সেই খাবারই কৃষকদের সঙ্গে খেতে বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, রেল ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, বাণিজ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সোমপ্রকাশ।
উল্লেখ করা যেতে পারে, এর আগেও দিল্লির বিজ্ঞান ভবনের বৈঠকে নিজেদের আনা খাবার খেয়েছিলেন কৃষক সংগঠনের নেতারা। আগের বারের মত এবারও সরকারের তরফ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। কিন্তু এবারও সরকারের দেওয়া খাবার খেতে অনীহা প্রকাশ করে কৃষক নেতারা। বরফ গলাতে কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে খেতে বসেন কেন্দ্রীয় মন্ত্রীরা।