চেন্নাই, ৩০ ডিসেম্বর (হি. স.) : বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকর লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ । বুধবার চেন্নাইয়ে তামিলনাড়ু বিজেপির পর্যবেক্ষক সিটি রবি এবং তামিলনাড়ুর রাজ্য বিজেপির সভাপতি এল মুরুগানের উপস্থিতিতে বিজেপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন শিবরামকৃষ্ণণ।
ভোটের আগে সাংগঠনিকভাবে পিছিয়ে থাকা তামিলনাড়ুতে নিজেদের শক্তি বৃদ্ধিতে মনোনিবেশ করেছে বিজেপি ।যার ফলও মিলছে । ইতিমধ্যে অন্যান্য একাধিক রাজনৈতিক দল থেকে বহু নেতা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। এদের মধ্যে অন্যতম বড় নাম কংগ্রেসের খুশবু সুন্দর। ডিএমকে সুপ্রিমো স্ট্যালিনের দাদা এম কে আলাগিরির সঙ্গেও যোগাযোগ করেছে বিজেপি । এরই মধ্যে আজ বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকর লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ ।বুধবার চেন্নাইয়ে তামিলনাড়ু বিজেপির পর্যবেক্ষক সিটি রবি এবং তামিলনাড়ুর রাজ্য বিজেপির সভাপতি এল মুরুগানের উপস্থিতিতে বিজেপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন শিবরামকৃষ্ণণ। শিবরামকৃষ্ণণের মত তারকার আগমন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যে বিজেপির প্রাসঙ্গিকতা বাড়াবে, তাতে সন্দেহ নেই।
উল্লেখ্য, ৫৪ বছর বয়সি শিবরামকৃষ্ণণ ১৯৮৩ সালের জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক করেন। টেস্টে ৯ ম্যাচে ২৬টি উইকেট আছে তাঁর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর তিনি ধারাভাষ্যকর হিসেবে কাজ শুরু করেন। প্রায় ২০ বছর সম্মানের সঙ্গে ধারাভাষ্যকর হিসেবে কাজ করেছেন। আপাতত বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে কোচিং করান লক্ষ্মণ। সেই সঙ্গে আইসিসির ক্রিকেট কমিটিতেও আছেন। এবার খেলার মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে নয়া স্পেল শুরু করলেন তিনি।