ইসলামাবাদ, ৩০ ডিসেম্বর (হি.স.): বাড়তে বাড়তে পাকিস্তানে ১০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল করোনায় মৃত্যু। বুধবার সকাল পর্যন্ত পাকিস্তানে মোট ১০ হাজার ৪৭ জনের মৃত্যু হয়েছে, বিগত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৫৫ জন। গত ২৪ ঘন্টায় পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,১৫৫ জন। ফলে পাকিস্তানে এযাবৎ মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭৭ হাজার ২৪০ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ১১৩ জন।
বুধবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,১৫৫ জন এবং মৃত্যু হয়েছে ৫৫ জনের। সবমিলিয়ে পাকিস্তানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,৭৭,২৪০। পাকিস্তানে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭,০৮০। সুস্থতার সংখ্যা বাড়ছে, এযাবৎ পাকিস্তানে সুস্থ হয়েছেন ৪,৩০,১১৩ জন। পাকিস্তানে পজিটিভিটি রেট ৬ শতাংশ।