চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় ধৃত দুজন পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ জিবি বাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক দুজনকে আদালত থেকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তারা হলো হরিপদো বিশ্বাস এবং মধুসূদন সাহা৷ তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করেছে পুলিশ৷ আগামী ২৬ শে ডিসেম্বর তাদেরকে পুনরায় সিজেএম আদালতে তোলা হবে৷ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ দুজনকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জিবি বাজারে নিরীহ যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত অন্যান্যদের নামতাম উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷

উল্লেখ্য নিরীহ নিহত যুবকের নাম প্রসেনজিৎ সাহা৷ তার বাড়ি রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বলদাখাল রোড এলাকায়৷ মাত্র ৬ মাস আগে ওই যুবক বিয়ে করে৷ সে নেশাগ্রস্ত অবস্থায় জিবি বাজার এলাকায় ঘোরাফেরা করছিল৷ তখন ওই চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়৷এ ব্যাপারে নিহত প্রসেনজিৎ সাহার পরিবারের তরফ থেকে থানায় সুনিদৃষ্ট মামলা দায়ের করা হয়েছে৷হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য পরিবারের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷ পুলিশও ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে এবং দু’’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *