টিপিএফ আহুত বনধ ব্যর্থ সম্পূর্ণ স্বাভাবিক জনজীবন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/উদয়পুর/ ২৩ ডিসেম্বর ৷৷ ত্রিপুরা পিপলস ফ্রন্টের ডাকে ২৪ ঘণ্টার বনধ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে৷ সারা ত্রিপুরায় জনজীবন স্বাভাবিক ছিল৷ যানবাহন চলেছে নির্দিষ্ট নিয়মে৷ এমন-কি ট্রেন পরিষেবাও আজ ছিল স্বাভাবিক৷ সকালের দিকে বড়মুড়া পাহাড়ে বনধ সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করেছিলেন৷ কিন্তু, পুলিশ তাদের গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে৷ সমগ্র ত্রিপুরার পরিস্থিতির নিরিখে স্পষ্ট, জনগণ এই বনধ-কে প্রত্যাখ্যান করেছেন৷ মজার বিষয় হল, বনধ-এর সমর্থনে কাউকেই তেমন রাস্তায় বের হতে দেখা যায়নি৷
প্রসঙ্গত, বুধবার টিপিএফ ২৪ ঘণ্টার বনধের ডাক দিয়েছিল৷ রাজ্যের কোথাও তার কোনও প্রভাব পড়েনি৷ সর্বত্র জনজীবন রয়েছে স্বাভাবিক ছন্দে৷ ট্রাফিক ব্যবস্থা থেকে গণপরিবহণ, সবই চলছে প্রতিদিনের মতো স্বাভাবিক৷ রাজ্যের কোনও জায়গায় রাস্তা অবরোধের ঘটনাও ঘটেনি৷ দু-একটি জায়গায় অবরোধ করতে এলে প্রশাসন সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে৷ বনধ-কে ঘিরে প্রশাসন আজ ভীষণ সতর্ক ছিল৷


জিআরপি-র এসপি পিনাকী সামন্ত জানিয়েছেন, অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল রেল পরিষেবা৷ দূরপাল্লার সমস্ত ট্রেন যথারীতি আগরতলা স্টেশনে পৌঁছবে৷ সকালের দিকে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল ঠিকই৷ কিন্তু কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে গেছে৷ ধর্মনগর থেকে লোকাল ডেমু ট্রেনও এসেছে৷ প্রশাসনিক আধিকারিকের কথায়, ত্রিপুরা সরকার চায় না বনধ-এর রাজনীতি জারি থাকুক৷ কারণ এই রাজনীতি রাজ্যের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব তৈরি করে, যা আসলে রাজ্যের ক্ষতি৷


মনপাথর বাজার সংলগ্ণ এলাকায় ৮ নং জাতীয় সড়ক অবরোধে বসলো টি পি এফ সমর্থীত কর্মীরা৷ কাঞ্চনপুরে নিহত দমকল বাহিনীর কর্মী বিশ্বজিৎ দের্বমার মৃত্যুর সঙ্গে জরিতদের শাস্তির দাবীতে আজ সমগ্র রাজ্যজুরে ২৪ ঘন্টার বন্ধ ডেকেছে টি পি এফ দল৷ এই বন্ধকে সফল করতে আজ সকালথেকে শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজার সংলগ্ণ এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসে টি পি এফ সমর্থীত কর্মীরা৷ আজকের অবরোধের খবরপেয়ে ঘটনস্থলে উপস্থিত হয় অতিরুক্ত পুলিশ সুপার, বগাফা ব্লকের বিডিও রূপন দাস, শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী৷ উনারা ঘটনাস্থলে উপস্থিতহয়ে অবরোধকারীদের এরেষ্টকরে মনপাথর ফাঁড়ী থানায় ডিটেনশান ক্যাম্পে নিয়ে যাওয়াহয়৷ এতেকরে অবরোধমুক্তহয় জাতীয় সড়ক৷ আজকের এই অবরোধে মোট ১২০ জনকে গ্রেপ্তার করাহয় বলে জানাযায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *