নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ ডিসেম্বর৷৷ বেপরোয়া গতিতে আসা টিএসআরের গাড়ি এক বৃদ্ধকে ধাক্কা মেরে জনরোষের শিকার এক টিএসআর জওয়ান৷ ঘটনা তেলিয়ামুড়া জাতীয় সড়কের স্থানীয় ফল বাজার সংলগ্ণ এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, বন্ধের দিনে নিজেদের দায়িত্ব শেষ করে টিএসআরের খোয়াই রামচন্দ্র ঘাট স্থিত ষষ্ঠ ব্যাটেলিয়ানের হেডকোয়াটারে ফিরে যাওয়ার পথে স্থানীয় ফল বাজার এলাকায় প্রদীপ দে নামে এক বৃদ্ধকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার পথে স্থানীয় জনগণের হাতে আটক টিএসআর জিপ গাড়িটি৷
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া দমকল বাহিনী এবং পুলিশ বাহিনী৷ পড়ে আহত বৃদ্ধকে দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ এবং পুলিশ গাড়ি সহ গাড়িতে থাকা টিএসআর জওয়ান তথা চালক অনুজ সিং-কে আটক করে থানায় নিয়ে যায়৷এখন দেখার বিষয় আইনের উর্দি পরা তথা বেপরোয়া গতিতে থাকা চালক টিএসআর জওয়ানের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানার পুলিশ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে৷
যান দুর্ঘটনা অব্যাহত রয়েছে তেলিয়ামুড়া মহকুমায়৷ মদমত্ত অবস্থায় টমটম চালিয়ে রাস্তার পাশে থাকা মাংসের দোকানে দুই যুবককে গুরুতর আহত করে এক টমটম৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন জারুইলং বাড়ি এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো জারুইলং বাড়ি এলাকার বাসিন্দা বছর ১৭ এর অজিত দেববর্মা এবং বছর ১২ এর রাকেশ দেববর্মা স্থানীয় বাজারে নিজেদের দোকানে মাংস বিক্রি করছিল৷ এমন সময় চাকমাঘাটের দিক থেকে তেলিয়ামুড়া আসার পথে মদমত্ত অবস্থায় থাকা এক টমটম চালক রাস্তার পাশে থাকা তাদের দোকানে টমটম ঢুকিয়ে দেয়৷ এতে করে গুরুতর আহত হয় বছর ১২ এর রাকেশ দেববর্মা এবং অল্পবিস্তর আহত হয় বছর ১৭ এর অজিত দেববর্মা৷
ঘটনা খবর যায় তেলিয়ামুড়া দমকল বিভাগে৷ তেলিয়ামুড়া দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে তাদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷