নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ নাবালিকা অপহরণ কাণ্ডে সন্তোষ দেবনাথ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ৷সংবাদ সূত্রে জানা গেছে এয়ারপোর্ট থানা এলাকার শালবাগান এলাকা থেকে এক নাবালিকাকে অপহরণ করেছিল সন্তোষ দেবনাথ নামে ওই যুবক৷এ ব্যাপারে নাবালিকার পরিবারের তরফ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়৷ নাবালিকাকে অপহরণ করে নিয়ে ওই যুবক পালিয়ে বেড়াচ্ছি ল৷এয়ারপোর্ট থানার পুলিশ বেশ কিছুদিন ধরেই তাকে খুজছিল৷
এরই মধ্যে পুলিশ খবর পায় অভিযুক্ত অপহরণকারী সন্তোষ দেবনাথ শালবাগান এলাকায় অবস্থান করছে৷সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নাবালিকা সহ ওই যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ৷উদ্ধার করা নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷অপহরণকারী আটক যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে৷