নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে রাজনীতি বন্ধ করার জন্য বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের চাঁচাছোলা আক্রমণে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের গায়ে সম্ভবত হুল ফুটেছে৷ তাই তের হাজার পদে অসাংবিধানিক ভাবে চাকরিচ্যুত শিক্ষকদের নিযুক্তির দাবী নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দরবারে সপার্ষদ ছুটে গিয়েছেন তিনি৷ এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে চাকরিচ্যুত শিক্ষকদের সরকারী চাকরিতে স্থায়ীভাবে নিযুক্তিতে বামফ্রন্ট সরকারের মতোই অসাংবিধানিক পথ বেছে নেওয়ার জন্য একগাদা পরামর্শ দিয়ে এসেছেন তিনি৷
নিয়োগ নীতি এবং নিয়োগ প্রক্রিয়ায় গলদের কারণে ১০৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিল করেছিল আদালত৷ বামফ্রন্ট সরকার পুনরায় তের হাজার অশিক্ষক পদ সৃষ্টি করে আবারও তাদের বিপদের মুখেই ঠেলে দেওয়ার পথ বের করেছিল, তা আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের অকপট স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে৷ চাকরিচ্যুত শিক্ষকদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তের হাজার অশিক্ষক পদে তাদের নিযুক্তির জন্যই তদানিন্তন বামফ্রন্ট সরকার পদক্ষেপ নিয়েছিল৷ তাতে বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের দাবি প্রমাণিত হল৷ তিনি দাবি করেছিলেন, সংবিধানের মৌলিক অধিকার খর্ব করে ভোট বৈতরণী পার হওয়ার জন্যই তৎকালীন বামফ্রন্ট সরকার তের হাজার অশিক্ষক পদে চাকরিচ্যুত শিক্ষকদের নিযুক্তির পদক্ষেপ নিয়েছিল৷ এক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতাহীন বেকারদের কপালে ওই চাকরি জুটত না, তা আজ বিরোধী দলনেতার বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে৷ এদিন সাংবাদিক সম্মেলনে চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে দীর্ঘ সময় বক্তব্য রেখেই তড়িঘড়ি উঠে পড়লেন বিরোধী দলনেতা৷ তাতে চাকরিচ্যুত শিক্ষক ইস্যুতে তাঁকে পাল্টা প্রশ্ণ করার খুব একটা সুযোগ মিলেনি৷