পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদানে কেন্দ্রের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ ডিসেম্বর৷৷ তপশিলী জাতিভুক্ত ছাত্রছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটি এদিন সামাজিক ভাবে পিছিয়ে পড়া তপশিলী জাতিভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় অগ্রসর করতে ৫৯ হাজার ৪৮ কোটি টাকা মঞ্জুর করেছে৷ একাদশ শ্রেণী থেকে এই স্কলারশিপ পাবেন ছাত্রছাত্রীরা৷


তপশিলী জাতিভুক্ত ছাত্রছাত্রীদের সামাজিক উত্তরণের ক্ষেত্রে এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং সামাজিক ন্যায়বিচার মন্ত্রী থাওয়ার চন্দ্র গেহলটকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘এই সিদ্ধান্ত সামাজিক ভাবে পিছিয়ে পড়া তপশিলী জাতির ছাত্রছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে উত্তোরণের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দিশাতেই এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে৷’’

কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে মোট টাকার ৬০ শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার৷ বাকি ৪০ শতাংশ দেবে সংশ্লিষ্ট রাজ্য সরকার৷ উচ্চশিক্ষা ক্ষেত্রে অর্থ যাতে তপশিলী জাতিভুক্ত ছাত্রছাত্রীদের বাধা হয়ে না দাঁড়ায় সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এর ফলে আগামী পাঁচ বছরে দেশের চার কোটি তপশিলী জাতিভুক্ত ছাত্রছাত্রী উচ্চশিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উপকৃত হবেন৷
যে ছাত্রছাত্রীরা স্কলারশিপের জন্য আবেদন করবেন তাঁদের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করবে রাজ্য সরকার৷ তারপর তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি স্কলারশিপের টাকা পৌঁছে যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *