স্বচ্ছতাই জীবনের মূল লক্ষ্য হোক, আবেদন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২২ ডিসেম্বর (হি.স.)৷৷ স্বচ্ছতাই জীবনের মূল লক্ষ্য হোক৷ প্রধানমন্ত্রীর এই আবেদনে গোটা দেশ সাড়া দিয়েছে৷ আমরাও স্বচ্ছতাকে নিত্যদিনের জীবনশৈলীতে যুক্ত করে নেই৷ মঙ্গলবার আগরতলার ধলেশ্বরে ব্লু লোটাস ক্লাবের উদ্যোগে ‘স্বচ্ছ আগরতলা কর্মসূচি’তে অংশ নিয়ে এভাবেই জনগণকে স্বচ্ছতার প্রতি উদ্বুদ্ধ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, সৌন্দর্য ও স্বচ্ছতাই একটি শহরের পরিচয় বহন করে৷ ঐতিহ্যমণ্ডিত আগরতলা শহরকে সুস্থ ও স্বচ্ছ রাখার লক্ষ্যে ’’স্বচ্ছ আগরতলা, সুস্থ আগরতলা’’ কর্মসূচি শুরু হয়েছে৷


আজ মুখ্যমন্ত্রী নিজেও ঝাড়ু হাতে সাফাই করেছেন৷ পাশাপাশি সাফাই কর্মীদের মধ্যে সামগ্রী বণ্টন করেছেন তিনি৷ তাঁদের কুর্নিশ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সাফাই কর্মীদের অবদান অনস্বীকার্য৷ তাঁর কথায়, পুর নিগমের মাধ্যমে স্বচ্ছ এবং সুস্থ আগরতলা গড়ে তোলার কাজ চলছে৷ সেই লক্ষ্যে পৌঁছতে জনগণের সহযোগিতা খুবই প্রয়োজন৷ তিনি বলেন, আমাদের প্রতিজ্ঞা করতে হবে, বর্জ্য বাড়ির বাইরে রাস্তায় ফেলব না৷ নিজেদের ঘর পরিষ্কার রাখার সাথে বাইরের স্বচ্ছতাও বজায় রাখব৷ সাফাই কর্মীদের সম্মান করব৷


মুখ্যমন্ত্রীর কথায়, আমাদের চতুর্পার্শ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সাফাই কর্মীদের অবদান অনস্বীকার্য৷ তাই, স্বচ্ছতার প্রশ্ণে আমাদেরও সজাগ ও সচেতন হতে হবে৷ তিনি বলেন, ত্রিপুরাবাসীর সচেতনতার জন্যই করোনা-র প্রকোপ সত্ত্বেও সুস্থতার হার ৯৮ শতাংশ ছাড়িয়েছে৷ তাঁর আবেদন, স্বচ্ছতাকে জীবনশৈলীতে যুক্ত করে নিন৷ তাতে জীবন-জীবিকার পরিবর্তন হবে৷

তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বচ্ছ ভারত গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করতে পেরেছেন৷ আমরাও ভারতের অংশ৷ তাই প্রধানমন্ত্রীর দেখানো পথে আমাদেরও স্বচ্ছ ত্রিপুরা গড়ে তুলতে হবে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী যে স্বচ্ছ ভারতের স্লোগান দিয়েছিলেন তা আমজনতার জীবনশৈলীতে ইতিবাচক পরিবর্তন এনেছে৷ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সেই বার্তা কোভিডের সময়ও কার্যকরী ভূমিকা নিয়েছে৷ তাই, ১০ সপ্তাহের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷
বিপ্লব দেবের কথায়, শহর বা এলাকা স্বচ্ছ রাখার মূল বিষয় হল জন-জাগরণ৷ সেই কাজের লক্ষ্যেই ১০ সপ্তাহ ধরে নানাবিধ কর্মসূচি চলবে৷ তাঁর আবেদন, আপনারা সকলে এই কর্মসূচিতে শামিল হোন এবং আমাদের সকলের প্রিয় আগরতলা শহরকে সুস্থ ও স্বচ্ছ গড়ে তুলুন৷