নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ রাজ্যে পথদুর্ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে চলেছে৷ রাজধানী আগরতলা শহরের শিবনগর কলেজ রোডে গাড়ির ধাক্কায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ পথ দুর্ঘটনায় মৃত মহিলার নাম জানা যায়নি৷ জানা গেছে ওই মহিলা সকালে বাড়ি থেকে বাজারে এসেছিলেন৷ বাজার থেকে বাড়ি ফেরার পথেই শিবনগর কলেজ রোডে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়৷ গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে ওই মহিলা গুরুতরভাবে আহত হন৷
আহত মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায় নি৷ জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ দুর্ঘটনায় মহিলার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ গাড়িটি আটক করেন এবং চালককে পুলিশের হাতে তুলে দেন৷
আগরতলা পূর্ব থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ গাড়ি চালকের অসাবধানতার কারণেই এই মর্মান্তিক পথো দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷এদিকে গতকাল গভীর রাতে রাজধানী আগরতলা শহর এলাকার ড্রপ গেটে একটি বাইকের মধ্যে সংঘর্ষে দু’জন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
আহতদের মধ্যে একজন গাড়িচালক এবং অপরজন বাইকের চালক৷সংবাদ সূত্রে জানা গেছে ঘন কুয়াশার মধ্যে দ্রুতবেগে গাড়ি এবং বাইক যাচ্ছিল৷ ড্রপ গেট এলাকায় সামনাসামনি এসে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি৷ ফলে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে৷ অরুন্ধতী নগর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং বাইকটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে অরুন্ধতী নগর থানার পুলিশ৷
সিধাই থানা এলাকার মোহনপুরের রাঙ্গা ছড়ায় মালবাহী একটি গাড়ি মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে৷ তাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনায় গাড়ির চালক গুরুতর ভাবে আহত হয়৷বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন বেরিয়ে এসে গাড়ি থেকে আহত চালককে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে গাড়ির চালক মোহনপুর হাসপাতালে চিকিৎসাধীন৷জানা গেছে গাড়িটি খোয়াই থেকে মোহনপুর এর দিকে আসছিল৷ সিধাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

