নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ উত্তর জেলার ধর্মনগর শহরে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় কফ সিরাপের বাণিজ্য চলছে বেশ রমরমিয়ে৷ তবে নেশাজাতীয় বাণিজ্য বন্ধ করতে পুলিশি তৎপরতা খুবই কম লক্ষ করা যাচ্ছে৷
মাঝেমধ্যে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে নেশা অভিযান চললেও পুলিশ প্রায় শীতঘুমেই৷ স্থানীয় এলাকাবাসীদের খবরের ভিত্তিতে আজ উত্তরের জেলাশাসকের অফিস কার্যালয় সংলগ্ণ এলাকার একটি গলিপথ থেকে ২২৮ বোতল নেশাজাতীয় এস্কাফ কফসিরাপ সমেত এক নেশকাবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ৷ গ্রেপ্তার হওয়া নেশাকাবারীর নাম রিন্টু দাস তার বাড়ি ঊনকোটি জেলার কৈলাসহরে৷ দীর্ঘদিন যাবত ধর্মনগর আলগাপুর রোডে ভাড়া বাড়িতে থেকেই অবস্থান করছে সে৷ পূর্বেও নেশাজাতীয় কার্যকলাপের সাথে জড়িত থাকার দরুন পুলিশ তাকে বহুবার গ্রেপ্তার করে৷ কিন্তু বারংবার ছাড়া পেয়েই সে বিভিন্ন ধরনের নেশাজাতীয় বাণিজ্যে লিপ্ত হয়৷ বর্তমানে পুলিশি জেরায় রয়েছে সে৷ আজকের এই অভিযান সম্বন্ধে ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস কান্তা জানঙ্গীর জানান৷
কিছুদিন পূর্বে নতুন বাজার এলাকা এবং ধর্মনগর বটও ওসি এলাকা থেকে ১২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিল উত্তর জেলা পুলিশ সুপার দীর্ঘদিন ধরেই নেশার করিডর হিসেবে ধর্মনগর কে বেছে নিয়েছে নেশা কারবারিরা৷ বেশীরভাগ সময়ই দেখা গিয়েছে আসাম রাজ্য থেকে ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট ফেন্সিডিল এক্সকভ নামে বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে দিয়েই রাজ্যের বিভিন্ন জায়গাতে পৌঁছে যাচ্ছে পুলিশ তৎপর থাকলেও জনগণ ও এখন সজাগ হয়ে রয়েছে কোনরকম সন্দেহভাজনকে দেখলেই জনগণ খবর দিচ্ছে আরক্ষা দপ্তরে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ত্রিপুরা রাজ্যে৷

