নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি. স.): রাজধানী দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মতিলাল ভোরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর তার শরীরে একাধিক অসুস্থতা দানা বেঁধেছিল। কয়েকদিন আগে সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এক বর্ণময় রাজনৈতিক জীবনের সমাপ্তি হল। অবিভক্ত মধ্যপ্রদেশের দুইবারের মুখ্যমন্ত্রী মতিলাল ভোরা পরবর্তী সময়ে উত্তরপ্রদেশের রাজ্যপালের দায়িত্বভার সামলান। এছাড়াও রাজ্যসভায় চারবারের সাংসদ ছিলেন তিনি। লোকসভার সাংসদ ছিলেন একবার। রাজনৈতিক মহলের মতে গান্ধী পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন মতিলাল। ১৯২৭ সালে জন্ম নেওয়া মতিলাল ভোরা। সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর রাজনীতিতে অংশগ্রহণ করেন। ১৯৬৮ সালে প্রথম কাউন্সিলর হন। ১৯৭২ সালে প্রথমবারের জন্য বিধায়ক পদে নির্বাচিত হন। অবিভক্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি একাধিক মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, মতিলাল ভোরা একজন প্রকৃত কংগ্রেস নেতা ছিলেন। একজন অসামান্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার অনুপস্থিতি অনুভূত হবে। প্রবীণ এই কংগ্রেস নেতার প্রতি শোক প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, আশক গেহলোট, শশী থারুর, কপিল সিব্বল, জয়রাম রমেশের মতন ব্যক্তিত্বরা। প্রধানমন্ত্রী দপ্তর থেকেও প্রবীণ এই কংগ্রেস নেতার প্রয়াণে শোক প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী দফতরের টুইট বার্তায় জানানো হয়েছে বহু দশকের রাজনৈতিক জীবনে প্রশাসনিক এবং সাংগঠনিক অভিজ্ঞতা সম্পন্ন মতিলাল ভোরা একজন বরিষ্ঠ তম কংগ্রেস নেতা ছিলেন। তার শোক প্রকাশ করছি।

