প্রতিটি জেলায় দুর্নীতি দমন আদালত গঠনের দাবিতে সুপ্রিমকোর্টে পিটিশন

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি. স.): দুর্নীতি দমন রোধে দেশের প্রতিটি জেলায় বিশেষ আদালত গড়ে তোলার দাবিতে সুপ্রিমকোর্টের কাছে পিটিশন দায়ের। এ বিষয়ে সুপ্রিম কোর্ট যাতে কেন্দ্র এবং রাজ্য সরকারকে সংশ্লিষ্ট নির্দেশিকা দেয় সেই আর্জি পিটিশনে করা হয়েছে। বেনামী সম্পত্তি কেনাবেচা, আর্থিক জালিয়াতি, আয়ের তুলনায় অসঙ্গতিপূর্ণ সম্পত্তির মতন অভিযোগের মামলা পর্যবেক্ষণ করবে এই বিশেষ আদালত।

শীর্ষ আদালতে পিটিশন দায়েরকারী আইনজীবী অশ্বিনী উপাধ্যায় জানিয়েছেন, চলতি বছরে দুর্নীতির ওপর নজরদারি চালানো আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নিজেদের রিপোর্ট করাপশন পার্সপশন ইন্ডেক্স স্বচ্ছতার নিরিখে ভারতকে ৮০ তম স্থানে রেখেছে। তাদের রিপোর্টে বিভিন্ন ক্ষেত্রে ভারতের ব্যর্থতা উঠে এসেছে। সেই ক্ষেত্রগুলি হল দুর্নীতি দমন, মৌলিক অধিকার, স্বচ্ছ প্রশাসনিক ভাবমূর্তি, পাবলিক অর্ডার, নিরাপত্তা, অপরাধ অভিযোগের বিচার ব্যবস্থা। পিটিশনকারীর তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হয়েছে দুর্নীতি দমনে প্রতিটা জেলায় বিশেষ বিশেষ আদালত গড়ে তুলতে কেন্দ্র্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হোক। জেলার মধ্যে থাকা এই বিশেষ আদালত কালো টাকা, বেনামী সম্পত্তি কেনাবেচা, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি, ঘুষ, আর্থিক কেলেঙ্কারি, কর ফাঁকি, কালোবাজারি, মানব পাচার, মাদক পাচার, কর্পোরেট জালিয়াতি, বৈদেশিক মুদ্রা জালিয়াতি এবং অন্যান্য আর্থিক জালিয়াতির মামলার বিচার করবে। দুর্নীতি দমন আইন সঠিক ভাবে কার্যকর না হওয়ার কারণে ও বকেয়া মামলা পড়ে থাকার জন্য দেশের প্রতিটা জেলায় ভূমি মাফিয়া, মাদক মদ মাফিয়া, খনি মাফিয়া, হাওয়ালা মাফিয়া, অবৈধ পাচারকারী মাফিয়াদের রাজ বেড়ে গিয়েছে। এমনকি দেশের শিক্ষাব্যবস্থাতে মাফিয়া রাজ ঢুকে গিয়েছে। পিটিশনকারির তরফ থেকে জানানো হয়েছে দুর্নীতি থাকার কারণে সামাজিক আর্থিক বৈষম্য, ব্যক্তির স্বাধীনতা, ঐক্য এবং জাতীয় সংহতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে।