বাম জমানায় উন্নয়নের নামে আন্দোলন হয়েছে ত্রিপুরাকে মূলস্রোতে নেয়া সম্ভব হয়নি : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ ডিসেম্বর (হি. স.)৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশায় এগিয়ে চলেছে ত্রিপুরা৷ অগ্রগতি হচ্ছে সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের৷ শনিবার গুয়াহাটি-তে অনুষ্ঠিত নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল ২০২০-তে অংশ নিয়ে দ্ব্যর্থহীন ভাষায় এ-কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, আজ থেকে ১০ বছর আগেও উত্তর-পূর্বাঞ্চল ছিল অনগ্রসর৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র দিশায় আজকে উত্তর-পূর্বের আটটি রাজ্যই অগ্রগতির পথে হাঁটছে এবং উন্নয়ন বাস্তবায়ন হচ্ছে৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী-র নেতৃত্বেই সমগ্র উত্তর-পূর্বাঞ্চল দেশের মধ্যে মডেল হয়ে উঠছে৷


এদিন তিনি উদাহরণ দিয়ে বলেন, আগে যোগাযোগের জন্য ত্রিপুরায় একটি মাত্র জাতীয় সড়ক ছিল৷ বর্ষায় অসম-আগরতলা জাতীয় সড়কে ধবস পড়লে যানবাহন চলাচল ব্যহত হতো৷ তাতে, পণ্যের আমদানি সাময়িক বন্ধ থাকত৷ সেই সুযোগে কালোবাজারি মাথা চারা দিয়ে উঠতো৷ কিন্তু এখন প্রধানমন্ত্রী-র বিকাশের ধারায় ত্রিপুরায় নতুন সাতটি লাইফলাইন সংযোজিত হয়েছে৷ রেল যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছে, দাবি করেন তিনি৷
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মতে, প্রধানম নরেন্দ্র মোদী একদিকে শিখিয়েছেন উগ্রবাদীদের সঙ্গে কোনও আপস নয়৷ আবার অন্য দিকে মন-কি-বাত অনুষ্ঠানের মাধ্যমে বাম্বু ড্যান্সের মতো লোকশিল্পের প্রসারের ক্ষেত্রে তাঁর ভূমিকাও অনস্বীকার্য৷ তাঁর সাফ কথা, প্রধানমন্ত্রী অভিভাবকের মতো উত্তর-পূর্বকে ঐক্যবদ্ধ করেছেন৷ আবারো এক উদাহরণ দিয়ে তিনি বলেন, আমি একটা সময় দিল্লিতে থাকতাম৷ লোকে আসামের শিলচর শহরকে চিনতেন কিন্তু ত্রিপুরা রাজ্যের নাম জানতেন না৷ আজকে সেই জায়গা থেকে ত্রিপুরা বেরিয়ে এসেছে৷ তাঁর আক্ষেপ, বলা হতো ত্রিপুরা ভূমিকম্পপ্রবণ এলাকা৷ তাই বহুতল উঠত না৷ এখন সেখানে ১৫ তলা বিল্ডিং নির্মাণ হচ্ছে, প্রত্যয়ের সুরে বলেন তিনি৷


এদিন তিনি ত্রিপুরায় কমিউনিস্ট শাসনের তীব্র সমালোচনা করেছেন৷ তাঁর কথায়, দীর্ঘ ক্ষমতায় থেকেও ত্রিপুরা-কে মূলস্রোতে নেওয়া সম্ভব হয়নি৷ তাঁর কটাক্ষ, উন্নয়নের নামে শুধুই আন্দোলন হয়েছে৷ ওই আন্দোলন করে প্রতিবার কমিউনিস্টরাই ত্রিপুরায় ক্ষমতায় ফিরেছে৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের আগে ত্রিপুরা-কে হীরা বানাবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করেছেন৷ সাথে জলপথে বাংলাদেশের সাথে ত্রিপুরা-কে জুড়ে দিয়েছেন৷ তাঁর দাবি, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি-কে মারাত্মক পরিবহন খরচ বহন করতে হচ্ছে৷ ত্রিপুরায় মৈত্রী সেতু জানুয়ারি-তে চালু হয়ে গেলেই চিটাগাং থেকে সড়কপথে অনেক কম খরচে পণ্য উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে পৌছে যাবে৷
মুখ্যমন্ত্রী দাবি করেন, গোটা উত্তর-পূর্বাঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ ঘটছে৷ আগামী দশ বছরে পর্যটনে সারা দেশে উত্তর-পূর্বাঞ্চল আধিপত্য কায়েম করবে৷ তাই তিনি দেশের মানুষকে আবেদন জানান, উত্তর-পূর্বাঞ্চলে আসুন৷ উত্তর-পূর্বে মা কামাক্ষা ও মা ত্রিপুরাশ্বরীর আশীর্বাদ রয়েছে৷ তাই সবচেয়ে বেশি অক্সিজেন এখান থেকেই সরবরাহ হচ্ছে৷ তিনি সকলকে আহ্বান জানান, প্রধানমন্ত্রী-র দিশায় উত্তর-পূর্বের অর্থনীতির সামগ্রিক বিকাশের লক্ষ্যে অগ্রসর সম্ভব হয়৷