নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ শনিবার জিরানিয়া রেলস্টেশন সংলগ্ণ এলাকায় রেলের ধাক্কায় ছিটকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ স্থানীয় লোকজনরা মৃতদেহটি রেল স্টেশনেরকিছু দূরে পড়ে থাকতে দেখে জিরানিয়া থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে জিরানিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷
জিরানিয়া রেলস্টেশনের কাছ থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিপিএ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷ রেলের ধাক্কায় মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি৷ধারণা করা হচ্ছে রেলে করে যাওয়ার উদ্দেশ্যে ওই ব্যক্তি সেখানে অপেক্ষা করছিল৷তখন ওই রেলের ধাক্কায় ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই ব্যক্তির৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ রেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু সংবাদে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

