গুয়াহাটি, ২০ ডিসেম্বর (হি.স.) : গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত মা কামাখ্যা দর্শন করেছেন দেশের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। আজ রবিবার সকাল প্রায় ৯-টায় ধুতি-কুর্তা পরে মায়ের মন্দিরে গিয়ে যথারীতি উপাচারে পুজোর্চনা করেছেন তিনি। পুজোর পর মন্দিরকে সপ্তপ্রদক্ষিণও করেছেন প্রধান বিচারপতি।
এদিকে দেশের প্রধান বিচারপতির কামাখ্যা দর্শনের আগে কামরূপ মেট্রো জেলার সাধারণ এবং পুলিশ প্রশাসন গোটা নীলাচল পাহাড়কে নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজ কামাখ্যা মা দর্শন করে কাজিরঙা গিয়েছেন। জানা গেছে, কাজিরঙা পৌঁছে বিশ্রাম নিয়ে ন্যাশনাল পার্কে জিপ সাফারি উপভোগ করেছেন প্রধান বিচারপতি। আগামীকাল সোমবার ন্যাশনাল পার্কে হাতি সাফারি-র মজা নেবেন। সেখান থেকে তিনি মিজোরামের উদ্দেশে রওয়ানা হবেন। আগামীকাল এবং পরের দিন মঙ্গলবার আইজলে কাটাবেন। উত্তর-পূর্বাঞ্চল সফরের অন্তিম দিন বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ত্রিপুরা সফরে যাবেন। ত্রিপুরায় গিয়ে তিনি উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে চলে যাবেন। সেখান থেকে ফিরে এসে আগরতলায় আরও কয়েকটি মন্দির দর্শন করবেন। তার পর মধ্যাহ্নভোজন শেষ করে বিকেলে কলকাতা চলে যাবেন। তাঁর এই সংক্ষিপ্ত সফরে সাথে রয়েছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার তথা ব্যক্তিগত সচিব রাকেশ কুমার।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে এই প্রথম অসম তথা গুয়াহাটি এসেছেন শরদ অরবিন্দ বোবদে। দুদিনের সফরসূচি নিয়ে গতকাল শনিবার তিনি গুয়াহাটি এসেছিলেন। খানাপাড়ায় অসম প্ৰশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ন্যাচার, ইন্ডিয়ার সহযোগিতায় জুডিশিয়াল অ্যাকাডেমি আসাম-এর ব্যবস্থাপনায় আয়োজিত ‘প্রটেকশন অব ওয়াইল্ড লাইফ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায়, সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি একে গোস্বামী, ওড়িশার লোকায়ুক্ত জাস্টিস অজিত সিং (অবসরপ্রাপ্ত), গৌহাটি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জাস্টিস এন কোটেশ্বর সিং সহ গৌহাটি হাইকোর্টের অন্য বিচারপতিগণ। সম্মেলনে অসম, অরুণাচল প্ৰদেশ, নাগাল্যান্ড, মিজোরামের বিচারপতি সহ বিচারবিভাগীয় শীর্ষ আধিকারিক এবং বন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।