বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১৮ ডিসেম্বর৷৷ গাড়ির ধাক্কায় গুরুতর আহত শিক্ষক৷ আহত শিক্ষকের নাম রতন পাল(৫২) বাড়ি গন্ডাছড়া নারায়নপুর এডিসি ভিলেজের দেবনাথ পাড়া৷
ঘটনাটি ঘটে শুক্রবার সকালে৷ জানা যায় এই সময় শিক্ষক রতন পাল ওনার দশ বছরের ছেলেকে নিয়ে বাইকে করে বাড়ি থেকে সরমা বাজারে যাচ্ছিল৷

সরমা এলাকার কবি গুরু সুকল চৌমুনী কাছাকাছি আসতেই পেছনের দিক থেকে একটি মালবাহি গাড়ি এসে ওনার বাইকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ এতে করে শিক্ষক রতন পাল বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন৷ প্রত্যক্ষদর্শীরা আহত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে৷