আগরতলা, ১৮ ডিসেম্বর (হি.স.)৷৷ অল্পের জন্য রক্ষা পেয়েছেন রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা৷ ত্রিপুরার কুমারঘাট স্টেশনে আগরতলাগামী রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছিল৷ অবশ্য তাতে কোনও যাত্রীর ক্ষতি হয়নি৷ যুদ্ধকালীন তৎপরতায় ইঞ্জিন রেলওয়ে ট্র্যাকে তোলার কাজ হয়েছে৷ বিকেল চারটা নাগাদ ওই ট্রেন আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে৷ তবে, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় অন্যান্য ট্রেন চলাচলে মারাত্মক প্রভাব পড়েছে৷ দুইটি ট্রেন বাতিল করা হয়েছে৷ তাছাড়া, চারটি মাঝপথে থামিয়ে দিয়েছে৷ একটি ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে রওয়ানা দিয়েছে৷
এ-বিষয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানিয়েছেন, ০২৫০২ নয়াদিল্লি-আগরতলা স্পেশাল রাজধানী এক্সপ্রেস আজ শুক্রবার সকাল পৌনে এগারোটা নাগাদ কুমারঘাট স্টেশনে লাইনচ্যুত হয়েছিল৷ তবে, ওই এক্সপ্রেসের ইঞ্জিনই কেবল লাইনচ্যুত হয়েছে৷ কোনও যাত্রীবগি লাইনচ্যুত হয়নি৷ ফলে, সকল যাত্রী সুরক্ষিত আছেন৷
তিনি জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অধীন ধর্মনগর-আগরতলা শাখায় ওই দুর্ঘটনাটি ঘটেছে৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বদরপুর থেকে দুর্ঘটনায় সহায়তা প্রদানকারী ট্রেন এবং আগরতলা থেকে চিকিৎসা সহায়তার ট্রেন ঘটনাস্থলে ছুটে গেছে৷ এছাড়া আগরতলা এবং করিমগঞ্জ থেকে বরিষ্ঠ পদাধিকারীরা ঘটনাস্থলে ছুটে গেছেন৷ উদ্ধারকার্যে প্রয়োজনীয় সামগ্রী সহ উদ্ধারকর্মীরাও কাজে নেমে ট্রেনের ইঞ্জিন রেল লাইনে তোলেন৷ এদিনের ঘটনায় ওই রুটে স্বাভাবিক ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে৷
তিনি জানান, দুপুর সাড়ে তিনটা নাগাদ ইঞ্জিনটি রেল লাইনে তোলা সম্ভব হয়েছে৷ বাকি উদ্ধারকার্য সমাপ্ত হওয়ার পর বিকেল ৩টা ৫০ মিনিট নাগাদ ওই ট্রেন আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে৷
তিনি আরও বলেন, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় কয়েকটি ট্রেন-র স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটেছে৷ তাতে, আগরতলা-শিলচর স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন সকালের বদলে দুপুর সাড়ে তিনটায় আগরতলা স্টেশন থেকে ছেড়েছে৷ তেমনি, শিলচর-আগরতলা স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন ধর্মনগর পর্যন্ত এসেছে৷ শিয়ালদহ-আগরতলা স্পেশাল চুড়াইবাড়ি পর্যন্ত এসেছে৷ এছাড়া ০০৩২৭ ট্রেন কলকলিঘাট পর্যন্ত এবং ০১৬৬৫ ট্রেন বদরপুর পর্যন্ত এসেছে৷
অন্যদিকে আগরতলা-ধর্মনগর এবং ধর্মনগর-আগরতলা পাস স্পেশাল ট্রেন দুইটি আজ বাতিল করা হয়েছে৷

