স্বাস্থ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

য়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি. স.): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা: হর্ষবর্ধনের জন্মদিনে তাঁর প্রতি শুভেচ্ছা ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা পরিস্থিতির মধ্যে দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল তিনি যেভাবে ধরেছেন সেই জন্য প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। রবিবাসরীয় সকালে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী নিজের টুইট বার্তায় লিখেছেন, জন্মদিনে ডা: হর্ষবর্ধনকে শুভেচ্ছা জানাই। জনগণের মধ্যে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রসারের পাশাপাশি ভারতের স্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি।

জনগনের সেবায় তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
উল্লেখ  করা যেতে পারে বিশ্বজোড়া মহামারী করোনা মোকাবিলায় প্রাজ্ঞতার সঙ্গে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা: হর্ষবর্ধন। বিগত দশ মাস ধরে করোনা প্রতিরোধের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান নিজের নেতৃত্বের মাধ্যমে দিয়েছেন তিনি। দেশের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার আগে দিল্লির রাজনীতিতে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন । অরবিন্দ কেজরিওয়াল এর সুযোগ্য প্রতিপক্ষ হিসেবেও নিজেকে স্থাপন করেছিলেন।