কৃষকদের জন্য অনশন করবে আমআদমি পার্টির নেতাকর্মীরা

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি. স.): দিল্লি-হরিয়ানা সীমান্তে বিক্ষোভরত কৃষকদের সমবেদনা জানাতে সোমবার অনশন করবে আম আদমি পার্টির নেতাকর্মীরা। রবিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন দলের বরিষ্ঠ নেতা তথা মন্ত্রী গোপাল রাই।


 এই প্রসঙ্গে আম আদমি পার্টি শাসিত দিল্লি সরকারের সেচ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় ও বিক্ষোভরত কৃষকদের সমবেদনা জানিয়ে দিল্লির আইটিওতে দলের সদর কার্যালয় অনশন করবে নেতাকর্মীরা। এতে যোগ দেবেন দলের বিধায়ক ও কাউন্সিলররা। সোমবার সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

 উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি কৃষক সংগঠনের ডাকা ভারত বনধে সমর্থন জানিয়েছিল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, আম আদমি পার্টি, আরজেডি, ডিএমকে মতন দলগুলো। কৃষক আন্দোলনে রাজনৈতিক রঙ যে অনেক আগেই লেগে গিয়েছে তা বলাই বাহুল্য। অন্যদিকে ১৪ ডিসেম্বর দিল্লি সীমান্তের সিংঘুতে বিক্ষোভরত কৃষকরা সকাল ৮ থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশন করবে। কেন্দ্রের তরফে আইন সংশোধনের দাবি করা হলেও তা খারিজ করে দিয়েছে কৃষক সংগঠনগুলির।