নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি. স.): পূর্ব লাদাখে চিনা আগ্রাসন রুখতে ক্রমাগত অত্যাধুনিক সমর প্রযুক্তির উপর কাজ করে চলেছে ভারত। সেই লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসিক এক্সচেঞ্জ এন্ড কো অপারেশন এগ্রিমেন্ট (বি ই সি এ) চুক্তি স্বাক্ষরিত করলো ভারত। এই চুক্তির ফলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্পর্শকাতর এবং অতিগুরুত্বপূর্ণ স্যাটেলাইট থেকে প্রাপ্ত গোপনীয় ছবি এবং তথ্য সহজলভ্য হবে নয়াদিল্লির কাছে। দুই দেশের মধ্যে ২+২ বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে। বিগত দুই দশকে এই নিয়ে চতুর্থবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত করলো ভারত। চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার এবং স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেই। এই চুক্তি অনুযায়ী দুই দেশ একে অন্যকে মানচিত্র, আকাশসীমার পরিধি এবং আকাশপথ থেকে দেখা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, জিও ফিজিক্যাল এবং জিও ম্যাগনেটিক তথ্য দেবে। এই চুক্তির ফলে বিশেষভাবে উপকৃত হবে ভারত। শত্রুপক্ষের সামরিক ঘাঁটির ওপর হামলা আরো নিখুত ভাবে করতে পারবে ভারত। এই চুক্তি প্রসঙ্গে মাইক পম্পেই জানিয়েছেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো বেশি শক্তিশালী করে চলেছে। চীনসহ যেকোনো চ্যালেঞ্জের বিরুদ্ধে মোকাবিলা করবে দুই দেশ।