১৫ বছরে বিহার থেকে দারিদ্রতা দূর করতে পারেনি নীতীশ কুমার, কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ২৬ অক্টোবর (হি.স.) : বিগত ১৫ বছরে বিহার থেকে দারিদ্রতাকে উৎখাত করতে পারেননি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ওই সময়ের মধ্যে কারখানা তৈরি এবং বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন নীতীশ। সোমবার রোহতাসের একটি জনসভা থেকে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন আরজেডি নেতা তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।


সোমবারের জনসভা থেকে তেজস্বী জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী পদে যখন লালুপ্রসাদ যাদব ছিলেন তখন রাজ্যের দরিদ্র শ্রেণীর মানুষরা ভালো অবস্থায় ছিল। অন্যদিকে বিগত ১৫ বছর ধরে যে ব্যক্তি (নীতীশ কুমার) বিহারে কোন কারখানা গড়তে পারেননি, দারিদ্রতা দূরীকরণ করতে পারেননি, এমনকি বেকারত্বের সমস্যার কোন সমাধান করতে পারেননি তিনি আগামী পাঁচ বছরে আর কি এমন কাজ করবেন। পরিযায়ী শ্রমিকরা যখন বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিল তখন তার হেলিকপ্টার কোথায় ছিল।


উল্লেখ করা যেতে পারে বিহারে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। পূর্ব ভারতে এই অতি গুরুত্বপূর্ণ রাজ্যটিকে দখল করতে মরিয়া হয়ে উঠেছে আরজেডি। কংগ্রেস এবং রাজ্যের কয়েকটি আঞ্চলিক দলের সঙ্গে জোট গঠিত করে গৌরব ফিরে পেতে চাইছেন তেজস্বী যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *