দুর্গোৎসবে ভিড় সামলাতে রাজ্যে অতিরিক্ত ডেমু ট্রেন

আগরতলা, ২২ অক্টোবর (হি.স.)৷৷ শারোদৎসবে যাত্রী ভিড় সামলাতে অতিরিক্তট্রেন পেয়েছে ত্রিপুরা৷ আগরতলা-সাব্রুম এবং আগরতলা-ধর্মনগর রুটে অতিরিক্ত ডেমু ট্রেনের অনুমোদন দিয়েছে রেলওয়ে৷ আগামী ২৩, ২৪, ২৫ এবং ২৬ অক্টোবর ওইট্রেন যাত্রী পরিষেবা দেবে৷বর্তমানে আগরতলা-সাব্রুম এবং আগরতলা-ধর্মনগর রুটে দুই জোড়া ডেমু ট্রেনযাত্রী পরিষেবা দিচ্ছে৷


শারোদোৎসব উপলক্ষ্যে অতিরিক্ত ট্রেনের সূচিওরেলওয়ে ঘোষণা করেছে৷ দিনের প্রথম ট্রেন আগরতলা থেকে সাব্রুমের উদ্দেশ্যেরওয়ানা দেবে সকাল সোয়া পাঁচটায়৷ তেমনি ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যেট্রেন রওয়ানা দেবে সকাল ছয়টায় এবং আগরতলা থেকে ধর্মনগর সকাল সাড়ে ছয়টায়৷এছাড়া অন্যান্য ট্রেন ছাড়ার সূচি হল আগরতলা-সাব্রুম সকাল ১০টা ৫০ মিনিট,ধর্মনগর থেকে সাব্রুম দুপুর সোয়া দুটা, ধর্মনগর থেকে আগরতলা বিকেল পৌনোরটে, আগরতলা থেকে ধর্মনগর বিকেল পৌনে ছয়টা, সাব্রুম থেকে ধর্মনগর সকালআটটা এবং সাব্রুম-থেকে আগরতলা রাত সোয়া আটটায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *