এডিসি এলাকায় টাউন কমিটি গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ মন্ত্রিসভার বৈঠকে এডিসি এলাকায় টাউন কমিটি গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, দীর্ঘদিনের দাবি ছিলো এডিসি এলাকায় টাউন কমিটি গঠন করার৷ ২০১৬ সালে দ্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিসট্রিক্ট (এস্টাবলিশমেন্ট অব টাউন কমিটি) বিল ২০১৬ (টিটিএএডিসি বিল-০১ অব ২০১৬) পাশ করা হয়েছিলো৷ কিন্তু অ’াতকারণবশত বিলটি কার্যকর হয়নি৷

বর্তমান রাজ্য সরকার রাজস্ব, উপজাতি কল্যাণ, শিক্ষা এবং আইন দপ্তরকে যুক্ত করে একটি কমিটি গঠন করে এই বিলটিকে পর্যালোচনা করার জন্য৷ এই বিলটিতে কিছুটা ক্ষুদ্র ত্রটি-বিচ্যতি পরিমার্জন করে মন্ত্রিসভায় আনা হয় এবং আজকে এই বিলটির অনুমোদন দেওয়া হয়৷ তিনি বলেন, এই বিলটি এখন রাজ্যপালের কাছে পাঠানো হবে৷ তারপর এর নোটিফিকেশন বের করবে এডিসি প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *