BRAKING NEWS

বিধায়ক শংকর রায়কে হুমকি দিয়ে জোলাইবাড়ি বাজারে পোস্টারিং

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ বিজেপি দক্ষিণ জেলা সভাপতি তথা বিধায়ক শঙ্কর রায়কে হুমকি দিয়ে জোলাইবাড়ী বাজারের বিভিন্ন জায়গায় লাগানো হলো পোষ্টার৷ দীর্ঘ দিন ধরে বিজেপি জোলাবাড়ি মণ্ডলের অভ্যন্তরে ঝামেলা চলছিল৷ মণ্ডল সভাপতি হিসাবে তমাল বৈদ্য দায়িত্ব গ্রহণের পর ঝামেলা বৃদ্ধি পায়৷ তার কারন হিসাবে অনেকে বলছেন উপরি কামাই৷


কারন তমাল বৈদ্য মণ্ডল সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর মণ্ডলের অভ্যন্তরে থেকে যারা বাকা পথে অর্থ উপারজন করতো তাদের সেই অর্থ উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল৷ ঝামেলা এমন পর্যায়ে পৌছায় যে তমাল বৈদ্য নিজেই নাকি মণ্ডল সভাপতির পদ থেকে সরে যেতে চাইছিলেন৷ যদিও দলের পক্ষ থেকে তমাল বৈদ্যর অসুস্থতার কারন দেখিয়ে ১৭ অক্টোবর নয়া সভাপতির নাম ঘোষণা করা হয়৷ জোলাইবাড়ীর মন্ডলের সভাপতি হিসাবে নিযুক্ত করা হয় অজয় রিয়াংকে৷ এই নিয়ে ক্ষোভ আরও বৃদ্ধি পায়৷ ১৭ অক্টোবর বিলোনিয়ায় সাংবাদিক সন্মেলনের মধ্যদিয়ে নবনিযুক্ত মন্ডল সভাপতির নাম ঘোষনা করলেন বিজেপির দক্ষিন জেলার সভাপতি তথা সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়৷

নতুন মন্ডল সভাপতি নিয়োগের পর থেকে জোলাইবাড়ি মণ্ডলের অভ্যন্তরে অশান্তি বৃদ্ধি পেতে থাকে৷ একাংশ দলীয় কর্মী সামাজিক মাধ্যমে নানান মন্তব্য শুরু করে৷ এরই মধ্যে রবিবার রাতে কে বা কাহারা বিজেপির দক্ষিন জেলার সভাপতি তথা শঙ্কর রায়কে হুশিয়ারী দিয়ে জোলাইবাড়ী বাজারের বিভিন্ন জায়গায় পোষ্টার লাগায়৷ তার পাশাপাশি জোলাইবাড়ী বিজেপির দলীয় কার্যালয়ে সামনে পোষ্টার লাগিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়৷ সোমবার সকালে বিষয়টি বিজেপি দলের কর্মী সহ সাধারন মানুষের নজরে আসে৷ তারপর থেকে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে৷ যে কোন সময় যে কোন ধরনের ঘটনা ঘটতে পারে জোলাইবাড়িতে৷ বিধায়ক শঙ্কর রায়কে হুশিয়ারি দিয়ে পোষ্টার লাগানোর বিষয়ে বিজেপি দলের কেউই মুখ খুলতে নারাজ৷ এখন দেখার দলের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *