নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ পেঁচারথল বাজারে গতকাল গভীর রাতে বিধবংসী অগ্ণিকান্ডে বাজারের একাংশ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷ সংবাদ সূত্রে জানা গেছে শনিবার গভীর রাতে পেচারথল বাজারে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয় লোকজন রা৷ সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ওরা বেরিয়ে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷
খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজে অংশ নেয়৷ দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালানোর পর আগুন আয়ত্তে আনা হয়৷ অবশ্য এরই মধ্যে পেচারতল বাজারের ১৫ টি দোকান সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়ে যায়৷এছাড়া বাজার সংলগ্ণ একটি বসতবাড়ি ও অগ্ণিকাণ্ডের ফলে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে৷ দমকল বাহিনী এবং পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছেন৷ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্ণিকাণ্ডের সূত্রপাত হয়েছে৷ অবশ্য পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে৷