নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ করোনা-র প্রকোপে পূজা মণ্ডপ নির্মাণে কঠোর সরকারি নিয়ম পালন বাধ্যতামূলক করেছে ত্রিপুরা সরকার৷ সেই নিয়ম কীভাবে পালন করা হচ্ছে প্রশাসন তদারকি শুরু করেছে৷ নির্দিষ্ট উচ্চতা, খোলা মণ্ডপ তৈরি করতে হবে৷ তা তদারকি করতে বেরিয়ে পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসন সন্তোষ প্রকাশ করেছে৷
জেলা প্রশাসনের চারটি দল ওই দায়িত্বে নিয়োজিত রয়েছে৷ বুধবার সদর ডিসিএম জানিয়েছেন, এখন পর্যন্ত সর্বত্র সরকারি নিয়মাবলী পালন করছেন পূজা আয়োজকরা৷ তিনি বলেন, পূজা মণ্ডপে বিশেষভাবে দেখা হচ্ছে বাইরে থেকে দাঁড়িয়ে দুর্গা প্রতিমা দর্শনের বন্দোবস্ত রয়েছে কিনা৷ কারণ, দর্শনার্থীরা বাইরে থেকেই প্রতিমা দর্শন করে চলে যেতে পারেন এমনই নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত পূজা আয়োজকদের৷
তিনি বলেন, এখন পর্যন্ত সমস্ত ক্লাবে সরকারি নিয়ম পালন করা হচ্ছে৷ পূজা মণ্ডপের কাছে স্বাস্থ্য পরিষেবা, হাত ধোয়ার ব্যবস্থা রাখা হচ্ছে৷ তাছাড়া, পূজা মণ্ডপ বারবার স্যানিটাইজ করার ব্যবস্থাও রাখা হচ্ছে৷ তিনি এদিন সকলকে অনুরোধ জানান, দুগর্োৎসবে নিজেকে নিরাপদে রেখেই প্রতিমা দর্শনে যাবেন৷