ওয়াশিংটন, ১৩ অক্টোবর (হি.স.): প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সর্বশেষ করোনা-টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। স্থানীয় সময় অনুযায়ী সোমবার, হোয়াইট হাউসের চিকিৎসকরা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা-মুক্ত হওয়ার অপেক্ষায় ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, টেস্ট রিপোর্ট নেগেটিভ আসতেই নির্বাচনী প্রচারে ফিরলেন তিনি।
করোনা-মুক্ত হওয়ার পর, সোমবার প্রথম নির্বাচনী প্রচার সারলেন আমেরিকার ফ্লোরিডায়। অরল্যান্ডো স্যানফোর্ড আন্তর্জাতিক বিমানবন্দরে, এয়ার ফোর্স ওয়ান বিমান থেকে নেমেই ফ্লোরিডার স্যানফোর্ডে নির্বাচনী প্রচারে কামব্যাক করে ট্রাম্প জানালেন, তিনি নিজেকে শক্তিশালী মনে করছেন এবং শ্রোতাদের প্রত্যেককেই চুমু খেতে চাইছেন। আত্মবিশ্বাসের সঙ্গে ট্রাম্প জানান, ‘২২ দিনের মধ্যে এই স্টেটকে জয় করতে চলেছি আমরা।…আমি নিজেকে ভীষণ শক্তিশালী মনে করছি।..শ্রোতাদের মধ্যে আমি হেঁটে যাব…শ্রোতাদের মধ্যে প্রত্যেককে আমি চুম্বন করব।’ আশ্চর্যের বিষয় হল, স্যানফোর্ডের নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখে মাস্ক ছিল না, মাস্ক দেখা যায়নি ট্রাম্প-ভক্তদের মুখেও। তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।