নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ সদর উত্তরের বামুটিয়ার কামাল ঘাটে পথদুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম বিমল সরকার৷ বাইক দূর্ঘটনায় তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷বাইক দুর্ঘটনায় বিমল সরকার নামে এক যুবকের মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
সংবাদ সূত্রে জানা গেছে বিমল সরকার গ্রামে ওই যুবক বাইক নিয়ে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে বিমল সরকার নামে ওই বাইক চালক৷তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়ে৷

