নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হল অভিনেত্রী তথা রাজনীতিক খুশবু সুন্দরকে। সময় নষ্ট না-করে খুশবু সুন্দরও কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। কংগ্রেস থেকে পদত্যাগ করার পর, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে খুশবু সুন্দর জানিয়েছেন, ‘দলের শীর্ষ পদে বসে থাকা কয়েকজন, যাঁদের বাস্তবের সঙ্গে কোনও যোগই নেই।’
শোনা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগদান করবেন অভিনেত্রী তথা রাজনীতিক খুশবু সুন্দর। রাজনৈতিক মহলে শুরু হওয়া গুঞ্জনের প্রেক্ষিতে, সোমবার সকালেই সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয় খুশবু সুন্দরকে। এরপর খুশবুও কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগ করে, সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দলের শীর্ষ পদে থাকা অনেককেই নিশানা করেছেন খুশবু।