BRAKING NEWS

ভারতে ৭১-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, মৃত্যু বেড়ে ১,০৯,১৫০ : স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): করোনা-প্রকোপে ভারতে মৃত্যু-মিছিল অব্যাহত। আক্রান্তের সংখ্যাও প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাড়তে বাড়তে ভারতে ৭১-লক্ষ ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৭১,২০,৫৩৯-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮১৬ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৬,৭৩২ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,০৯,১৫০ জন এবং মোট সংক্রমিত ৭১,২০,৫৩৯ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৬১,৪৯,৫৩৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ৬১ হাজার ৮৫৩।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু-এই পাঁচটি রাজ্যেই সক্রিয় রোগী, মৃত্যু ও সুস্থতার হার বেশি। এই পাঁচটি রাজ্যে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। সোমবার সকাল আটটা পর্যন্ত মৃত ১,০৯,১৫০ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫৫ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৬,২২৪ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ২৪ জন, অসমে ৮১৬ জন, বিহারে ৯৪৬ জনের, চন্ডীগড়ে ১৯১ জন, ছত্তিশগড়ে ১২৫৩ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,৭৬৯ জনের, গোয়া ৫০৭ জন, গুজরাটে ৩,৫৬৬ জনের, হরিয়ানায় ১,৫৭৯ জনের, হিমাচল প্রদেশে ২৫০ জনের, জম্মু-কাশ্মীরে ১,৩২২ জনের, ঝাড়খণ্ডে ৭৮৭ জনের, কর্ণাটকে ৯,৯৬৬ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১,০০৩ জন, লাদাখে ৬৪ জন, মধ্যপ্রদেশে ২,৬২৪ জন, মহারাষ্ট্রে ৪০,৩৪৯ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৯১ জন, মেঘালয়ে ৬৩ জন, নাগাল্যান্ডে ১৭ জন, ওডিশায় ১,০২২ জনের, পুদুচেরিতে ৫৬৩ জন, পঞ্জাবে ৩,৮৩৩ জন, রাজস্থানে ১,৬৫০ জনের, সিকিমে ৫৫ জন, তামিলনাড়ুতে ১,০২,৫২ জন, তেলেঙ্গানায় ১,২২৮ জন, ত্রিপুরায় ৩১৬ জন, উত্তরাখণ্ডে ৭৪৭ জন, উত্তর প্রদেশে ৬,৩৯৪ জন এবং পশ্চিমবঙ্গে ৫,৬২২ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৫৩ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৮৬.৩৬ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ১২.১০ শতাংশ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *