BRAKING NEWS

বিহারে ৫০টি আসনে প্রার্থী দেবে শিবসেনা : অনিল দেশাই

মুম্বই, ১১ অক্টোবর (হি. স.): আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে।  জোর কদমে চলছে প্রচারের কাজ।মূলত জেডিইউ-বিজেপি বনাম কংগ্রেস-আরজেডির মধ্যে লড়াই হলেও বিহার বিধানসভার প্রার্থী দেবে শিবসেনা। দলের সাংসদ অনিল দেশমুখ জানিয়েছেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে ৫০ টি আসনে প্রার্থী দেবে শিবসেনা। পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে নির্বাচনে লড়তে শিবসেনা কোন দলের সঙ্গে নির্বাচনী জোট করেনি। ফলে বিহার বিধানসভা নির্বাচনে একাই লড়বে শিবসেনা।বিহারের যেসব জায়গায় দলের কর্মীরা জনসেবায় নিজেদেরকে উজাড় করে দিয়েছে সেই সব আসনগুলিতে প্রার্থী দেবে শিবসেনা।


উল্লেখ করা যেতে পারে, দলের সর্বভারতীয় ভাবমূর্তি গড়ে তুলতে সচেষ্ট উদ্ধব ঠাকরে। এর আগে একাধিকবার অযোধ্যায় গিয়েছেন তিনি। এমনকি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়েও তিনি বারবার সরব হয়েছে। এবার বিহার বিধানসভার প্রার্থী দিয়ে দলের সর্বভারতীয় ভাবমূর্তি তৈরির চেষ্টা করছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *