BRAKING NEWS

হিমাচলের লাহুল-স্পিতিতে মৃদু ভূমিকম্প, কাঁপল মণিপুরও

শিমলা ও ইম্ফল , ৯ অক্টোবর (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশ। শুক্রবার ভোররাতে ৩.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় হিমাচল প্রদেশের লাহুল-স্পিতিতে। হিমাচল প্রদেশের ধরমশালা থেকে ৬৭ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে ভূকম্পন টের পাওয়া যায়। তবে, ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম ছিল, তাই ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শুক্রবার ভোররাত ২.৪৩ মিনিট নাগাদ ৩.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় হিমাচল প্রদেশের লাহুল-স্পিতিতে, ধরমশালা থেকে ৬৭ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে ভূকম্পন টের পাওয়া যায়। ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে ছিল উৎসস্থল।


শুক্রবার ভোররাতেই হালকা তীব্রতার ভূকম্পন অনুভূত হয় উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে। ভোররাত ৩.১২ মিনিট নাগাদ ৩.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় মণিপুরের কামজং জেলায়, উখরুল থেকে ৩৪ কিলোমিটার দক্ষিণে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *