নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): প্রত্যেকের সঙ্গেই ব্যক্তিগত সম্পর্ক ছিল মধুর। সবাই তাঁকে সম্মান ও ভালোবাসতেন। ‘সকলের প্রিয়’ বিহার রাজনীতির অন্যতম প্রধান মুখ রামবিলাস পাসোয়ান না-ফেরার দেশে চলে গিয়েছেন। কেন্দ্রীয় খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী, লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা বেশ কিছু দিন ধরেই দিল্লির একটি বেসরকারি হাসপাতালে (এইমস) চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রামবিলাস পাসোয়ানের প্রয়াণে শোকস্তব্ধ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের রাজনৈতিক মহল।
শুক্রবার সকালেই এইমস থেকে বাসভবনে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের মরদেহ। রামবিলাসের প্রয়াণে এদিন অর্ধনমিত রাখা হয় সংসদ এবং রাষ্ট্রপতি ভবনের জাতীয় পতাকা। কেন্দ্রীয় মন্ত্রী বাসভবনে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রমুখ। পাসোয়ানকে শ্রদ্ধা জানানোর পর তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সামনে কেঁদে ফেলেন পরিবারের সদস্যরা।
পড়াশোনা শেষের পরে সরকারি চাকরির পরীক্ষা দিয়ে পুলিশের ডিএসপি হতে চলা রামবিলাস প্রথম বার কেন্দ্রীয় মন্ত্রী হন বিশ্বনাথপ্রতাপ সিংয়ের সরকারে। তার পরে এইচ ডি দেবগৌড়া, ইন্দ্রকুমার গুজরাল, অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিং, নরেন্দ্র মোদী— মোট ছ’জন প্রধানমন্ত্রীর সরকারে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কাজ করেছেন। আট বার লোকসভায় জিতে এসেছিলেন।