BRAKING NEWS

পুলিশের জালে গণ্ডারের খড়গের চোরাকারবারে জড়িত বন সুরক্ষা বাহিনীর জওয়ান সহ তিন

বোকাখাত (অসম), ৭ অক্টোবর (হি.স.) : গণ্ডারের খড়গের চোরাকারবারের সঙ্গে জড়িত অভিযোগে খোদ বন সুরক্ষা বাহিনীর এক জওয়ানকে গ্রেফতার করেছে গোলাঘাট জেলার বোকাখাত পুলিশ। ধৃত খড়গের চোরাকারবারি বুড়াপাহাড় চেকনি ফরেস্ট ক্যাম্পে নিয়োজিত শশী দলে। তাকে মঙ্গলবার রাতে গ্ৰেফতার করেছে পুলিশ।

গতকাল গণ্ডারের খড়গ সমেত গ্রেফতার উরুকা পেগু এবং কুনকুনি পেগুর স্বীকারোক্তির ভিত্তিতেই বন বিভাগের বিশেষ সুরক্ষা বাহিনীতে কর্মরত শশী দলেকে কলিয়াবর মহকুমার চেকনিতে স্পেশাল টাস্ক ফোর্স শিবির থেকে গতকাল রাতে বোকাখাত পুলিশ গ্ৰেফতার করেছে। 

এখানে উল্লেখ করা যেতে পারে, শশী দলে গণ্ডার হত্যা মামলায় অভিযুক্ত অসম গণ পরিষদ দলের নেতা গণেশ দলের ভাই। গণ্ডারের চোরা কারবারের সঙ্গে জড়িত গণেশ দলেকে বন দফতর এবং পুলিশ হন্যে হয়ে খুঁজছে। বর্তমানে সে গা ঢাকা দিয়ে আছে।  

গণেশ দলে কৃষিমন্ত্ৰী অতুল বরার বিশ্বস্ত পঞ্চায়েত নির্বাচনে অগপ-র হয়ে বোকাখাতের মরিধনশিরি গ্ৰাম পঞ্চায়েত সভাপতি পদে ভোটে দাঁড়িয়েছিল। কিন্তু পরাজয় হয় তার। গণ্ডারের চোরাই ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গণেশ দলেকে অগপ দল থেকে বহিষ্কারও করা হয়েছে। এদিকে গণ্ডারের খড়গের চোরাই ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে এর আগেও বোকাখাত পুলিশ শশী দলেকে আটক করেছিল। 

প্ৰসঙ্গত, গোপান সূত্ৰে খবর পেয়ে বোকাখাত জেলার ডিএসপি মাধুর্য বরার নেতৃত্বে বোকাখাত মহকুমা পুলিশ আধিকারিক পৃথ্বীরাজ রাজখোয়ার সহযোগে মঙ্গলবার এক তালাশি অভিযান চলেছিল। ওই অভিযানে বোকাখাতের ৩ নম্বর দ-গ্ৰামে উরুকা পেগুর বাড়ি থেকে গণ্ডারের একটি খড়ক উদ্ধার করেছে পুলিশ। তার পরই পুলিশ উরুকা পেগু এবং কুনকুনি পেগুকে গ্রেফতার করে। পুলিশি জেরায় ওই দম্পতির মুখ থেকে বন সুরক্ষা বাহিনীর জওয়ান শশী দলের নাম প্ৰকাশ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *