BRAKING NEWS

মেঘালয়ে আংশিক বিদ্যালয় খুলবে ১৫ অক্টোবর থেকে

শিলং, ৭ অক্টোবর (হি.স.) : প্রাথমিক বিদ্যালয় আংশিকভাবে খোলার সিদ্ধান্ত নিয়েছে মেঘালয় সরকার। আগামী ১৫ অক্টোবর থেকে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পরামর্শ নেওয়ার জন্য যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এ-ক্ষেত্রে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনেই বিদ্যালয় খোলা হবে। 

শিক্ষামন্ত্রী ল্যাহকমেন রিমবুই আজ বুধবার এক সাংবাদিক সম্মেলন করে বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া নির্দেশিকা জারি হতেই রাজ্যের শিক্ষা দফতর পর্যালোচনা বৈঠক করেছে। ইতিমধ্যে নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। একইভাবে ষষ্ঠ থেকে অষ্ঠম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদেরও বিদ্যালয়ে যেতে দেওয়া হবে। 

শিক্ষামন্ত্রীর কথায়, শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে পঠন-পাঠন সম্পর্কিত পরামর্শ নিতে পারবেন ছাত্রছাত্রীরা। কিন্তু আংশিকভাবে বিদ্যালয় চালু না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে পঠন-পাঠন নিয়ে এখনই অনুমতি দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, ১৫ অক্টোবর থেকে আংশিক বিদ্যালয় চালু করা হবে। 

শিক্ষামন্ত্রীর মতে, মেঘালয়ে ১৫ হাজারের অধিক বিদ্যালয় রয়েছে। ওই বিদ্যালয়গুলি পুনরায় খোলার বিষয়ে অভিভাবকদের সাথে জেলা শিক্ষা আধিকারিকরা আলোচনা করবেন। বিশেষ করে শ্রেণিকক্ষে পঠন-পাঠন চালু করার বিষয়ে মতামত সংগ্রহ করবেন তাঁরা। 


তাঁর বক্তব্য, কিছু স্থান এখনও কোভিড হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। সেখানে বিদ্যালয় খোলার বিষয়ে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। আমরা চাইছি, জেলা শিক্ষা আধিকারিকরা শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের আলোচনায় মতামত সংগ্রহ করে আগামী ১৩ অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা করুক। ওই রিপোর্টের ভিত্তিতে আগামী ১৪ এবং ১৫ অক্টোবর রাজ্য সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *